কালীগঞ্জ জাতীয় বীমা দিবস’২৩ পালিত
স্টাফ রিপোর্টার-
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ জাতীয় বীমা দিবস’২৩ পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্তর থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ পারভীন, রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোস্পানী লিমিটেড এর কালীগঞ্জ শাখার ডিজিএম নুরজাহান আক্তার, জীবন বীমা কর্পোরেশনের কালীগঞ্জ ইনচার্জ কাজী আবুল কালাম আজাদ প্রমূখ। এসময় বিভিন্ন বীমা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
No comments