কালীগঞ্জে ৪০জন মেয়েকে হিরো উমেন শিক্ষাবৃত্তি প্রদান

 স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী মেয়েদের মাঝে হিরো উমেন শিক্ষাবৃত্তি ২০২৩ প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থা এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় সুনিকেতন সেমিনার কক্ষে স্কলারশীপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার প্রত্ত্যুষ বিশ্বাসের সভাপতত্বিে বিশেষ অতিথি ছিলেন আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক, সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষিকা আলহাজ্ব রোকেয়া খাতুন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ । এছাড়্ওা বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের হিসাব রক্ষক সুফিয়া খাতুন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভানেত্রী ফাওজুর রহমান সাবিত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুল পর্যায়ের ১৯ জন মেয়েকে মাসিক ৪০০ টাকা হারে দুই মাসের  টাকা এবং কলেজ পর্যায়ের ২১জন মেয়েকে মাসিক ৫০০ টাকা হারে দুই মাসের টাকা একবারে বিতরন করা হয়।



No comments

Powered by Blogger.