কালীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী’২৩ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টর-

ঝিনাইদহের কালীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী’২৩  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল  চত্তরে এপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি ইসরাত জাহান এর সভাপতিত্বে প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সাংসাদ আনোয়ারুল আজীম আনার। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানীত, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা : মো : রেজাউল করিম প্রমূখ। প্রদর্শনীতে গাভী,ষাড়,বাছুর,ছাগল, ভেড়া, হাস-মুরগী,সৌখিন পাখি ও প্রযুক্তিতে মোট ১৬ জনকে পুরস্কৃত করা হয়। প্রদর্শনীতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে খামারিরা অংশ নেন।


No comments

Powered by Blogger.