ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

 

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহমেদ দন্ডাদেশ প্রদাণ করেন

মামলার বিবরণে জানা যায়, বড় ভাবির সাথে পরকীয়ার বিষয়টি জেনে ফেলায় ২০১৩ সালের ১৩ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার উত্তর বেলাট দৌলতপুর গ্রামের শিমুল বিশ্বাস ওরফে জাফর তার স্ত্রী শম্পা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ শ্বাসরোধ করে হত্যা এলে নিহতের পিতা মাহবুবুর রহমান বাদী হয়ে জনকে আসামী করে মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১৪ সালের মার্চ স্বামী জাফরকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদক জমা দেয় পুলিশ

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক অভিযুক্ত শিমুল বিশ্বাস ওরফে জাফরকে যাবজ্জীবন কারাদন্ড হাজার টাকার জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়

 

No comments

Powered by Blogger.