কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজা গাছসহ যুবক আটক

 

এনামুল হক সিদ্দীক কালীগঞ্জ,ঝিনাইদহ-

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তুষার খান (২৭) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার জামাল ইউনিয়নে নাটোপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক তুষার খান উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নাটোপাড়া গ্রামের নজরুল ইসলাম খানের নিজ বাড়ির উঠানের বাথরুমের পাশে গাঁজাগাছ লাগিয়ে পরিচর্যা করছেন এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আবু সায়েম নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এসময় নজরুলের বাড়িতে ৮ ফুট ২ ইঞ্চি লম্বা ২কেজি ওজনের একটি তাজা গাঁজা গাছ (যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) উদ্ধার করা হয়। ওই সময় নজরুল ইসলামের ছেলে তুষারকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) টেবিলের ১৮(ক) ধারায় মামলা দিয়ে কালীগঞ্জ থানা হস্তান্তর করে। সোমবার সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



No comments

Powered by Blogger.