কালীগঞ্জে বাংলা পাঠশালায় নানা আয়োজনে পহেলা ফালগুন উদযাপন

  

স্টাফ রিপোর্টার-

ফালগুনের মিষ্টি কুয়াশাঘেরা সকালের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। তাইতো ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যায়ের সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি।  কবির ভাষায় ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত। তাই বসন্তকে বরন করে নিতে ঝিনাইদহের কালীগঞ্জের বাংলা পাঠশালায় নানা আয়োজনে বসন্ত বরণ ও পহেলা ফালগুন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের কাঠাল বাগানের বাংলা পাঠশালায় কবিতা, নাচ, গান, আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলা পাঠশালার পরিচালক দিলরুবা ইয়াসমিন জলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষক কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলার লাউতলা কলেজের শিক্ষক রাজু আহম্মেদ, অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিশু, কিশোর, নারী ও পুরুষের সমাগম ঘটে। পরে পাঠশালা প্রাঙ্গণে নাচ, গান ও কবিতা আবৃতির মধ্যে দিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয়।নতুন প্রজন্মকে পহেলা ফালগুন ও বসন্তের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। আর সেখানে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারীরা।


No comments

Powered by Blogger.