কালীগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 এম শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহের কালীগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভাতে প্রধান অতিথির বক্তৃত্তা করেন, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার। উপজেলা প্রশাসনের আযোজনে বিশেষ অতিথির বক্তৃত্তা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। এসময় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আব্দুর রহিম মোল্ল্যা, সহ-কারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ, ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ পারভীন, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বাবু প্রভাত ব্যানার্জী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বিভিন্ন কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। 


No comments

Powered by Blogger.