সেফটিক ট্যাংক থেকে নবজাতকের লাশ উদ্ধার, মা আটক
ঝিনাইদহে সেফটিক ট্যাংক থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শহরের হামদহ শান্তিনগর পাড়ার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে তার মা’কে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০ টার দিকে ওই এলাকার রিক্সাচালক সুমনের স্ত্রী খালেদা আক্তার কল্পনা একটি কন্যা সন্তান প্রসব করেন। সকালে ঘুম থেকে উঠে আর কোলে আর বাচ্চা পায়নি স্বামী। বিভিন্ন স্থানে খোজাখুজি করেও বাচ্চার সন্ধান পাওয়া না গেলে সন্ধ্যায় খালেদা’র প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করে। পরে তার স্বীকারোক্তিা মোতাবেক ঘরের পাশের সেফটিক ট্যাংক থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানা ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মা খালেদাকে আটক করেছে পুলিশ।
তিনি আরো জানান, সুমন ও কল্পনার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। তাদের ২ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।
No comments