স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ে রাবিয়া বেগম (৯৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের স্ত্রী

প্রতিবেশীরা জানান, ঘটনার রাতে ওই বৃদ্ধা একাই তার ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার ঘরে আগুন ধরে যায়। আগুনে তার বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে সবাই টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়

স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মণ্ডল বলেন, ঘটনার রাতে বৃদ্ধা একাই ঘরে ছিল। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। আমরা টের পেয়ে গিয়ে দেখি সম্পূর্ণ ঘর পুড়ে গেছে। একই সঙ্গে বৃদ্ধা রাবিয়া বেগমও দগ্ধ হয়ে কয়লা হয়ে গেছে

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ৯৯৯ ফোনে আমাদের সহযোগীতা চাওয়া হয়। ফোন পেয়ে সেখানে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি

 

 


No comments

Powered by Blogger.