ঝিনাইদহের কালীগঞ্জে কালীগঞ্জ কোয়ালিটি ইংলিশ ভার্সন স্কুলেরবার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্টিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে কালীগঞ্জ কোয়ালিটি ইংলিশ ভার্সন স্কুলের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলামের তত্বাবধানে অনুষ্টানের শুরুতে কোরান তেলওয়াৎ, গীতাপাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন পর আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এরপর এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ঝিনাইদহ জেলা পরিষদের মহিলা সদস্য রাশিদা বেগম, আব্দুল আলিম, তৌহিদুল ইসলাম বাবু ও শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
No comments