মহেশপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি-
উন্নয়ন সহায়তা কর্মসুচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মাজাহারুল ইসলাম স্বপন, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান ইয়ানবী প্রমুখ।
No comments