কালীগঞ্জে কোরআন পোড়ানোর প্রতিবাদে কালীগঞ্জ ঈমাম পরিষদের বিক্ষোভ

 স্টাফ রিপোর্টার-

ডেনমার্ক, নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কারআন পোড়ানোর দৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ ঈমাম পরিষদ। শুক্রবার জুম্মা নামাজ পর মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে কালীগঞ্জ মেইন স্ট্যান্ডে প্রায় ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে আগত ধর্মপ্রান মুসলমানরা এ বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন। এ সময়ে বক্তরা পবিত্র কোরআন অবমানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ,কালীগঞ্জ ঈমাম পরিষদের সাধারন স¤পাদক হাফেজ হেদায়েত উল্লাহ,উপজেলা জামে মসজিদের ঈমাম মওলানা রুহুল আমিন, চাপালী লস্কার পাড়া জামে মসজিদের ঈমাম মওলানা দেলোয়ার হোসেন,বাজার জামে মসজিদের ঈমাম হাফেজ মওলানা শাহিনুর রহমান,বাসস্ট্যান্ড জামে মসজিদের ঈমাম মওলানা ফারুক নোমানী,বিহারী মোড় জামে মসজিদের ঈমাম হাফেজ খালিদ হাসান বিন শহীদ, সুগার মিল জামে মসজিদের ঈমাম আমিনুল ইসলাম প্রমূখ।


No comments

Powered by Blogger.