কোটচাঁদপুরে সরিষা চাষে কৃষকের মুখে হাসি
মোঃ রোকনুজ্জামান কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। স্বল্প খরচ আর কম সময়ে সরিষা চাষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। ফসলের ক্ষেতে উত্তরা হিমেল হাওয়ায় মাঝে মধ্যেই দোল খাচ্ছে সরিষার ফল। অল্প শ্রম আর স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় সরিষা চাষে ঝুঁকছে এখানকার চাষিরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ৫ টি ইউনিয়ন ও পৌর এলাকার মাঠজুড়ে সরিষার বাম্পার ফলন। ধান বা অন্য ফসলের তুলনায় সরিষা আবাদ লাভজনক হওয়ায় কৃষকরা দিনদিন এ চাষে ঝুঁকছে।
সরিষা চাষিরা বলেন, আবাহওয়া অনুকূল হওয়ায় এবার সরিষা খুব ভালো হয়েছে বিঘা প্রতি ৪ মন আশা করছি। স্বল্প খরচ আর কম সময়ে আমরা ভালো ফলন ও ভালো দাম পাচ্ছি। সরিষা চাষ শেষ করে আমরা বরো ধান চাষ করতে পারি।
উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী বলেন, গত বছর সরিষা চাষ হয়েছিলো ১ শত ৩৯ হেক্টর জমিতে। চলতি মৌসুমে এবার সরিষা চাষ হয়েছে ৪০০ হেক্টর জমিতে। অনুকূল আবহাওয়ায় হওয়ায় ও কৃষকদের সাথে গ্রুপ মিটিং করে সরিষা চাষ বৃদ্ধি করার জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা ১১৫০ জন কৃষকে সরিষার বীজ ও সার দিয়েছি।
সরিষার ফলন ঘরে তুলে ধান চাষের জন্য জমি তৈরি করতে ব্যস্ত এখন এসব এলাকার চাষিরা।
No comments