কালীগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন
ঝিনাইদহের কালীগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্টিত হয়েছে। বুধবার দিনব্যাপী অনুষ্টিত ওই প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার অন্তরগত বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল থেকে বেলা ৩ টা পর্ষন্ত দৌড়, লংঝাপ, হাই জাম্প, শটফুট, চাকতী ও বর্ষা নিক্ষেপ সহ মোট ৩২ টি ইভেন্টের খেলা অনুষ্টিত হয়।
শেষে বিকালে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভ’মি) হাবিবুল্লাহ হাবিব, খেলা পরিচালনা কমিটির আহব্বায়ক অজিৎ ভট্টাচার্ষ্য, যুগ্ন-আহব্বায়ক সাংবাদিক জামির হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সদস্য ওবাইদুল হক মেহেদি, আশরাফুজ্জামান রাবুল, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, তপন কুমার বাটুল, মিশন হোসেন ও মুক্তার হোসেন সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান ও ক্রিড়া শিক্ষকগন। অফিসিয়ার ষ্কোরার ছিলেন কার্ত্তিক ভট্টাচার্স্য এবং অনুষ্টানের ধারাভার্ষ্যে ছিলেন কামাল হোসেন ও রবিউল ইসলাম।
No comments