কালীগঞ্জে ইউএনও'র মোবাইল কোর্ট পরিচালনা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোটচাঁদপুর রোডের কাশিপুর রেলগেট এলাকায় মহাসড়কে নিয়ম বহির্ভূত ভাবে মোটরসাইকেল চলাচলের উপর মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন। রবিবার বিকাল ৫ টায় সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ইসরাত জাহান। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ১০ টি মামলার অধিনে ৬ হাজার ৭ শত টাকা মোটর সাইকেল আরোহীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়। এসময় মোটর সাইকেল আরোহীদের নিয়ম মেনে সতর্কতার সাথে চলাচলের জন্য নানারকম নির্দেশনা দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ইসরাত জাহান জানান, মহাসড়কে নিয়ম না মেনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে সম্প্রতি দুর্ঘটনার হার অনেক বেড়ে গেছে। যে কারণে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
No comments