ঝিনাইদহ ড্রাগন ফল চাষী কল্যাণ সমিতির সাধারন সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহ ড্রগন ফল চাষী কল্যাণ সমিতির সাধারণন সভা বুধবার সকাল ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভ’ষণ রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এস এম টিপু সুলতানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন ড্রাগন চাষী ও সাবকে ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ড্রগনচাষী ও চাঁচড়া মাধ্যমকি বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সোলায়মান হোসাইন,বিষিষ্ঠ ড্রাগন চাষী সুরত আলী ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচারক মনোয়ার হোসেন হিমেল, ইকবাল হোসেন,সমিতির সাধারণ সম্পদক আহসানুল হক ডন,কবিরুছ সুবহান, বিশিষ্ঠ ব্যবসায়ী হেকমত আলী, আরমঙ্গীর হোসেন,প্রমুখ।
No comments