কালীগঞ্জে বর্ষিয়ান শ্রমিক নেতা বদিউজ্জামান নেদুর ইন্তেকাল
বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ও মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বর্ষিয়ান শ্রমিক নেতা বদিউজ্জামান নেদু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রজেউন)। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০মিনটের দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কালীগঞ্জ পৌসভার নিশ্চিন্তপুর গ্রামের মৃত জামাত আলীর পুত্র ও মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক মরহুম বদিউজ্জামান নেদু বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির দুই বারের সাধারন সম্পাদক ও মোচিক শ্রমিক ইউনিয়নে একধিকবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ১১ টায় তার কর্মস্থল মোবারকগঞ্জ সুগার মিল মাঠে ১ম জানাজা ও জোহরবার সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে ২য় জানাজা নামাজ অনুষ্টিত হয়। এরপর আছরবাদ তার গ্রামের বাড়ি আনন্দবাগ গ্রামে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাজায় স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ,জাতীয় পাটির ঝিনাইদ জেলা সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতবৃন্দরা অংশ নেন ।
No comments