ঝিনাইদের কালীগঞ্জে মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জের কালীগঞ্জ-কোটচাঁদুর সড়কের ঈশ্বরবা গ্রামের জামতলা এলাকার  মাঠ থেকে রোববার সকালে তাপস বিষ্ণু (৫৫) নামে এক স্কুল শিক্ষকের লাশ  উদ্ধার করেছে পুলিশ

নিহত তাপস বিষ্ণু উপজেলার গোপালপুর গ্রামের মৃত্যু সুনীল বিষ্ণুর ছেলে ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক

স্থানীয়রা জানায়, গতকাল (শনিবার) সন্ধ্যা থেকে ওই ব্যক্তি ঈশ্বরবা জামতলা এলাকায় ঘুরাফেরা করছিল এবং বিভিন্ন দোকানে চা-নাস্তা খেয়েছেন। রাত টার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। 

সকালে মাঠে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে কাঁদার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,ডাঃ জানায় সে হাসপাতালে পৌছানোর  আগেই মারাগেছে ।

নিহত তাপস বিষ্ণুর ভাই বিপ্লব বিষ্ণু জানান, শনিবার দুপুর থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে   খবর পান ঈশ্বরবা গ্রামের জামতলা মাঠে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। তিনি আরো জানান তার ভাই দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি

 

No comments

Powered by Blogger.