কালীগঞ্জে ট্রাকের চাপায় পা হারালেন আলিম

বাদশা মিয়া,বারোবাজার॥

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় পা হারালেন আব্দুল আলিম ( ৫৫) নামের এক বাইসাইকেল আরোহী। শুক্রবার বেলা ১২টার সময় উপজেলার বারোবাজার এলাকার মহিষাহাটি মোড় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। আহত আব্দুল আলিম যশোর জেলার চৌগাছা থানার মাড়–য়া গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামে বসোবাস করেন।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বারোবাজার থেকে গ্রামের বাড়ি ফুলবাড়ি ফিরছিলেন। পথ মধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার মহিষাহাটি মোড়ে পৌঁছালে যশোর গামী একটি ট্রাক (চুয়াডাংগা- ট -১১-০৫৩৭)  পিছন থেকে বাইসাইকেলে ধাক্কা দেয়। এসময় মহাসড়কের উপরে পড়লে ট্রাকের পিছনের চাকায় চাপা পড়ে ডান পা টি ছিন্ন-বিছিন্ন হয়ে যায়।  স্থানীয়রা মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শস্যা সদর হাসপাতালে পাঠান। ট্রাকটি পুলিশ  আটক করেছে।



No comments

Powered by Blogger.