ঝিনাইদহের মহেশপুরে অসহায় পেল শীতবস্ত্র
সারাদেশে জেঁকে বসেছে শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্ট করেন অসহায় ছিন্নমূল মানুষজন। শীতের তীব্রতার সঙ্গে বাড়ে তাদের কষ্টও। অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে কম্বল দিচ্ছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী।
উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশী বলেন, বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করতে পারলেও গরিব-ছিন্নমূল মানুষরা টাকার অভাবে শীতের গরম কাপড় কিনতে পারে না। তাই অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
গত কয়েক দিনে তাপমাত্রা কমে যাওয়ার ফলে দিনমজুর শ্রেণির মানুষ কাজেও যেতে পারছে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতের বেলা উপজেলা প্রশাসন এ মানবিক উদ্যোগ নিয়েছে।
তিনি প্রশাসনের পাশাপাশি দেশের বিত্তবানদের শীতার্ত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
No comments