“ ঝিনাইদহ জেলা ড্রগন ফলচাষী কল্যাণ সমিতি,নামে নতুন সমিতির আত্ম প্রকাশ ও কমিটি গঠন , সভাপতি এস এম টিপু সুলতান,সাধারণ সম্পাদক আহসানুল হক ডন
বিশিষ্ঠ সমাজ সেবক কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়াডের কমিশনার
ফিরোজ আহম্মেদ সেণ্টুর সভাপতিত্বে উক্ত সমাবেশে
ব্ক্তব্য রাখেন বাংলাদেশ ফ্লোয়ার গ্রোয়ার্স সুসাটির সহসভাপতি
ও বিশিষ্ঠ ড্রাগন চাষী এস এম টিপু সুলতান,চিত্রা নিউজ ২৪ ডট কম পত্রিকার সম্পাদক ও,সাবেক
প্রধান শিক্ষক চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ও ড্রাগন চাষী সোলায়মান হোসাইন ,সাবেক ইউপিচেয়ারম্যান ও ড্রাগন
চাষী গোলাম রসুল, বিশিষ্ঠ ড্রাগন চাষী সুরত আলী,ড্রাগন চাষী ইকবল হোসেন,ড্রাগন চাষী
মিজানর রহমান,হেকমত আলী,আলমঙ্গীর হোসেন প্রমুখ ।অনুষ্ঠানটি পরিচালনা করেণ আহসানুল হক
ডন ।
আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে “ ঝিনাইদহ জেলা ড্রগন ফলচাষী
কল্যাণ সমিতি,, নামে একটি সমিতি গঠিত হয়। সমিতি পরিচালনার জন্য ১৩ সদস্য বিশিঠ উপদেষ্ঠা
পরিষদ এবং এস এম টিপু সুলতান কে সভাপতি ও আহসানুল হক ডন কে সাধারন সম্পাদক করে ২১ সদ্স্য
বিশিষ্ঠ কমিটি গঠন করা হয় ।
No comments