কালিগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের ৫৬ তম মাড়াই মৌসুমের উদ্বোধন
দক্ষিনাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্টান কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের ২০২২-২৩ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় দিকে মিলের ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
মিল সূত্রে জানাযায়, এটি সুগার মিলের ৫৬ তম আখ মাড়াই মৌসুম। এবার ৪০ মাড়াই কার্যদিবসে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ১’শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের আনুমানিক হার ধরা হয়ে ৭ শতাংশ। এছাড়াও ৭ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে মিলটি।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী ও ইক্ষু চাষী গফুর প্রমুখ।
প্রধান অতিথি এমপি আনার তার ভাষনে বলেন, এ মিলটি কালীগঞ্জের প্রান। এটিকে বাচিয়ে রাখতে কৃষকদের একান্ত সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন মিলের প্রান বড় ইক্ষু চাষী পরিবারের সন্তানদের জন্য আগামীতে এ মিলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
উদ্বোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপেরশন হেড অফিসের কর্মকর্তা মাসুদ রানা পারভেজ, কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানার ওসি মন্জুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি সহ মোচিকের অন্নান্য কর্মকর্তাগন। অনুষ্ঠান শেষে এ মিলের বৃহত্তম আখচাষী মতিয়ার রহমান ও প্রথম আখ সরবরাহকারী কৃষককে ক্রেষ্ট উপহার প্রদান করা হয়। এরপর প্রধান অতিথি এমপি আনার মিলের ডোঙ্গায় আখ ফেলে মৌসুমের উদ্বোধন শেষে এক দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
No comments