প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমবায় মিতির বার্ষিক সাধারন সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত ।

 

এনামুল হক সিদ্দীক  কালীগঞ্জ,ঝিনাইদহ থেকে -

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় সমিতির বলিদাপাড়াস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আতাউর রহমান মিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার মো: আসাদুজ্জামান।  বক্তব্য রাখেন সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রভাত ব্যানার্জী, সাধারন সম্পাদক আনোয়ার হুস্ইান, মোচিক শ্রমিক  কর্মচারী ইউনিয়নের সভাপতি ও মোচিক সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌরসভার স্যানেটারি ইনস্পেক্টর আলমগীর কবির।

উল্লেখ্য প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বর্তমান সদস্য ৮০৭জন। এই সমিতির মাধ্যমে বাংলাদেশের প্রথম একটি সমবায় ভিত্তিক হাসপাতাল তৈরি করা হয়েছে। এই হাসপাতালের মালিক ও ৮০৭জন। আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নেবার জন্য এই এই সকল সদস্য প্রথম প্রকল্প হিসেবে হাসপাতালটি তৈরি করেছেন।


No comments

Powered by Blogger.