ঝিনাইদহের হরিণাকুন্ডে বাল্যবিবাহ দেয়ায় কনের মাতাকে ৬মাসের কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডে অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের মাতাকে ছয়(০৬) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।
নির্বাহী অফিসার সুস্মিতা সাহা জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার দীগনগর গ্রামে বদরুল হায়দারের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয় । খবর পেয়ে বদরুল হায়দার পালিয়ে যায়। তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে দায়ী তার মাতা সাদিয়া সুলতানাকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
No comments