ঝিনাইদহর কালীগঞ্জে করিমন উল্টে প্রাণ গেল যুবকের
ঝিনাইদহের কালীগঞ্জে খালকুলা এলাকায় বিচলী বোঝাই করিমন (শ্যালো ইঞ্জিন চালিত আঞ্চলিক যান) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শাকিল খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার রামচন্দ্রপুর এলাকার মশিয়ার রহমান খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে গাড়িতে বিচলী বোঝাই করে রামচন্দ্রপুর থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল দুই ভাই। পথিমধ্যে খালকুলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিচলী বোঝাই করিমন রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় চালক শাকিল খান গাড়ির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার সানা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
No comments