ঝিনাইদহে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাটগোপালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় এ ব্যাংকের উদ্বোধন করেন শেল্টার সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও হাটগোপালপুর ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং মেসার্স রাফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রোমেনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন পদ্মকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সালা আহমেদ, প্রেসক্লাব সদস্য বসির আহাম্মেদ, ব্যাংক কর্মকর্তা জাহিদ হোসেন, শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুন্ডু, ইয়াসিন বিশ্বাস, তারিফুল ইসলাম, শ্যামল কুমার, শেল্টার সমাজকল্যাণ সংস্থার উপ-পরিচালক শাহানুল রেজা, কোষাধ্যক্ষ স্বরজিত সরকার। 


No comments

Powered by Blogger.