ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জেল হত্যা দিবস। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরন এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
সেখানে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
সেখান থেকে একটি র্যালী বের করা হয়। ৱ্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপিসহ আওয়ামী লীগ সহযোগীয় সংগঠনের নেতাকর্মীরা।
No comments