কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
দুর্ঘটনা- দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এই স্লোগন নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ (পিএফএম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, মোমিনুর রহমান মন্টু, শাহরিয়ার আলম সোহাগসহ ফায়ার সার্ভিস কর্মীরা। আলোচনা সভার আগে কবুতর উড়িয়ে ও পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি।
No comments