হরিণাকুন্ডে সড়ক দুর্ঘটনায় ঝরলো তাজা প্রাণ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে
আলম সাধু নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ঝরে গেলো এক যুবকের প্রাণ । আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের পারমথুরাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাপ্পি শেখ (২৫) উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে। সে পেশায় আলমসাধু চালক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঝিনাইদহ থেকে আলমসাধু নিয়ে হরিণাকুণ্ডু উপজেলার এ জি বি ইটভাটায় ইট আনতে যাচ্ছিলো বাপ্পি শেখ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে এই দুর্ঘটনা ঘটে। যেহেতু তিনি সদর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন তাই বিষয়টি সদর থানা কর্তৃপক্ষ দেখবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দেওয়া হলে সেটি নেওয়া হবে।
No comments