যশোরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন!

 যশোহর প্রতিনিধি-

যশোরের শার্শায় মনির হোসেন (৩৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে শার্শা উপজেলার বেড়ি নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন হয়েছে বলে পুলিশ ধারণা করছেন

নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার স্ত্রী এই হত্যাকান্ড ঘটিয়েছে। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছেশার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান, নারায়নপুর গ্রামের একটি আম বাগানে একটি মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন

 

 

 

No comments

Powered by Blogger.