চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ঝিনাইদহের নারীর মৃত্যু
ঝিনাইদহ
প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা দশমাইল চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা।
নিহত বৃদ্ধার নাম ঠান্ডা নেছা (৬৬)। তিনি ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার সাধুহাটি গ্রামের মৃত সমসের মন্ডলের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান বলেন, দশমাইল চৌরাস্তা মোড়ে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহমুখী সবজি বোঝাই একটি ট্রাক এক বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
No comments