কালীগঞ্জ এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন
ঝিনাইদহের কালীগঞ্জে এমপি কাপ ফুটবল টুনামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলায় খুলনাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ঈশ্বরদী। বুধবার বিকালে উপজেলা শহরের সরকারী ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
খেলা শুরু হওয়ার আগেই হাজার হাজার ফুটবল ভক্ত দর্শকের পদচারনায় মুখরিত হয়ে উঠে মাঠ। খেলার শুরু থেকেই উভয় দলের আক্রমন পাল্টা আক্রমনে উপভোগ্য উঠে। কিন্তু শেষ পর্যন্ত গোলশুন্য থাকায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারের প্রথম শট নিতে আসেন ঈশ^রদীর মিড ফিল্ডার দর্পন। দর্পনের দুর্দান্ত শটে এসবি আলী খুলনার গোলকিপার আমিরকে পরাস্ত করে বলটি জালে জড়িয়ে যায়। এরপর বলে শট নিতে আসে খুলনার খেলোয়ার শিমুল কিন্তু তার শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলপোষ্টের উপরবারে লেগে ফিরে আসে। এরই মাধ্যমে এক গোলের ব্যবধানে এগিয়ে যায় ঈশ^রদী। এরপর আরো দুইটি গোলে শট নেয় ঈশ^রদী খেলোয়ার রহিত এবং রাব্বি। এ দুইটি শটই জালে জড়াতে সক্ষম হয়তারা। পক্ষান্তে খুলনার পক্ষে শান্ত এবং মাহবুব ট্রাইবেকারে শট নিয়ে গোল দিতে ব্যর্থ হয়। এরই মধ্যে দিয়ে খুলনার এসবি আলী ফুটবল একাডেমিকে ট্যাইবেকারে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় ঈশ^রদী ফুটবল একাদশ।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধূ সুদন সাহা, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ, কোলা ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ, নেয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার, ইউপি চেয়ারম্যান নাসির চৌধরী ও আলী হোসেন অপু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামরি হোসেন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য।
খেলা শুরুর আগে দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বল মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাংসদ আনোয়ারুল আজিম আনার। এ খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন রবিউল ইসলাম ও সহকারী রেফারির ছিলেন জামাল হোসেন ও মারুফ হোসেন।
টুর্ণামেন্টের ধারাভার্ষ্যে ছিলেন, মো. খোরশেদ আলম, কামাল হোসেন, রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে মাসুদ। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহন করছে। আগামী বুধবার ২৬ অক্টোবর টুর্নামেন্টের ২য় খেলায় অংশগ্রহন করবে নোয়াপাড়া ফুটবল একাদশ ও স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশ।
No comments