ঝিনাইদহের শৈলকুপায় চলন্ত নসিমন থেকে পড়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপার ফলিয়া গ্রামে চলন্ত নসিমন থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত কৃষক মনিরুল বিশ্বাস (৪০) শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামের মৃত শমসের বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, বিকালে শৈলকুপা উপজেলার ফলিয়া বাজার থেকে নসিমন যোগে বাড়ি ফিরছিলেন মনিরুল। পথিমধ্যে চলন্ত নসিমন থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।
No comments