ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 ঝিনইদহ প্রতিনিধি-

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে চ্যানেল আই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে উপলক্ষে সকালে শহরের ফ্যামেলি জোন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়

শোভযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে ফ্যামেলি জোন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ- আসনের সংসদ সদস্য আব্দুল হাই

চ্যানেল আই প্রতিনিধি শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আসিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর ইসমাইল হোসেন, প্রফেসর . বিএম রেজাউল করিম, প্রফেসর সির্ষেন্দু কুমার ভৌমিক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ

স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান

শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটার অনুষ্ঠান সহ বর্ণাঢ্য সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনপ্রিয় প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই ২৪ বছরে পদার্পণ করল। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দর্শকের মন জয় করে এগিয়ে যাবে চ্যানেল আই কামনা করেন তারা। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করেন অতিথিবৃন্দ

 

No comments

Powered by Blogger.