ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত।

 

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতিকের আসাদুজ্জামান ১৩৭৭ ভোট, সাধারন সম্পাদক পদে দোয়েল পাখি প্রতিকের এমদাদুল ইসলাম ইনতা ১০৫৫ ভোট সাংগঠনিক সম্পাদক পদে মোবাইল প্রতিকের জহুরুল হক বিপ্লব ১০৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন

শনিবার সকাল টা থেকে বিকাল টা পর্যন্ত একটানা ভোটগ্রহনের পর গননা শেষে রাত ১০ টার দিকে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়

নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এনামুল হক জানান, শান্তিপূর্ণ পরিবেশে শনিবার ভোটগ্রহন সম্পন্ন করা হয়। নির্বাচনে অন্নান্য পদের বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে জন- মাসুদ রানা (ঘড়ি প্রতিক ১৩১৬ ভোট), বি,এম সাইদুজ্জামান সবুজ (ছাতা প্রতিক ১২২৭ ভোট) কবির উদ্দিন হরিন প্রতিক ১১০০ ভোট। সহ- সাধারন সম্পাদক পদে জন- মোঃ আলামিন (শহিদ মিনার প্রতিক ১৬৪৮ ভোট) আক্তার হোসেন দোলা (মোরগ প্রতিক ১০২০ ভোট) সহ-সাংগাঠনিক সম্পাদক পদে জন- হুমায়ুন কবির সোহাগ (বিনাপ্রতিদ্বন্ধিতায়) সুজল কুমার দেবনাথ (বিনাপ্রতিদ্বন্ধিতায়) কোষাধাক্ষ্য পদে জন- হাজী আবু জাফর ( চাবি প্রতিকে ১৭৪১ ভোট) শিক্ষা সাংস্কৃতি ক্রিড়া সম্পাদক পদে জন- মাইনুল ইসলাম (সেলাই রেন্জ প্রতিকে ৮০৪ ভোট) ধর্ম সমাজ কল্যান সম্পাদক পদে জন- মাসুম বিল্লাহ ( ফুলের টব প্রতিকে ১৫৪৭ ভোট) প্রচার সম্পাদক পদে জন আজিজুল ইসলাম (কলস প্রতিকে ১৩৫৪ ভোট) ছাড়াও ১০ নং রোড সদস্য পদে সাংবাদিক শাহিনুর রহমান পিন্টু সহ বিভিন্ন রোড়ে একজন করে বিজয়ী হয়েছেন

উল্লেখ্য. দীর্ঘ দুই যুগ পর অনুষ্টিত নির্বাচনে কালীগঞ্জ শহরে উৎসব আমেজে ভরপুর ছিল

 

 

No comments

Powered by Blogger.