ঝিনাইদহ লেডিস ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ লেডিস ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবারে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যাসহ আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ঝিনাইদহ সার্কিট হাউজের মিলনায়তনে এক আলোচনা সভা, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ঝিনাইদহ মনিরা বেগম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালেদা খানম, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নাজিমুদ্দৌলা, জেলা ও দায়রা জজ,ঝিনাইদহ; জনাব মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম(বার), পুলিশ সুপার, ঝিনাইদহ।
অনুষ্ঠানটিতে ঝিনাইদহ লেডিস ক্লাবের সদস্যবৃন্দ, তাদের পরিবারবর্গ এবং জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
No comments