মেয়েদের ফুটবলে উপজেলা চ্যাম্পিয়ান জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা

 স্টাফ রিপোর্টার-

মেয়েদের ফুটবলে কোটচাঁদপুর উপজেলায় চ্যাম্পিয়ান হয়েছে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা। ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাঙ্গী মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদের ৩-১ গোলে পরাজিত করে তারা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জসন করে। এরপর তারা জেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহন করবে। 

জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হামিদুল ইসলাম জানান, তার বিদ্যালয়ের মেয়েরা এই টুণামেন্টে ৪ টি খেলায় অংশ গ্রহন করেছেন। সর্বশেষ বৃহস্পতিবারের খেলায় নিদ্ধারিত সময়ে গোলশুন্যভাবে শেষ হয়। এরপর খেলা চলে যায় ট্রাইব্রেকারে। এতে ৩-২ গোলে তাদের দল জয়লাভ করে। জালালপুর মাধ্যমিক বিদ্যালয় দলে অংশ নেওয়া মেয়েদের মধ্যে রয়েছে গোলরক্ষক টিয়া, অধিনায়ক রিয়া, খেলোয়াড় লাখী, স্বপ্না, আনিসা, রিয়া, মিম, হুসনেয়ারা, আরিফা, আফরিন জাহান, আখিঁ, মহুয়া, অন্বেষা ও অন্তরা।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা পরিষদেও চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সহ অন্যরা। 


No comments

Powered by Blogger.