বিনামূল্যে সার দিতে চায় রাশিয়া
উন্নয়নশীল দেশগুলোকে ৩ লাখ টন সার বিনামূল্যে দিতে প্রস্তুত রাশিয়া। তবে তার জন্য রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে হবে ইউরোপকে। সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে এ কথা জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।
এ সময় পুতিন বলেন, ইউরোপ এখনও নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে দেয়নি। ফলে বিশ্ববাজারে সার বিক্রি করতে পারছে না রাশিয়া।
পুতিন জানান, ইউরোপ কিছু নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। রাশিয়া ইউরোপের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কিন্তু ইইউ শুধু তাদের সদস্যদের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়ে ‘স্বার্থপরের’ মতো আচরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
সম্মেলনে তিনি আরও বলেন, ‘এখন শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাই সার কিনতে পারবে। বিশ্বের গরিব দেশগুলোর কি হবে?’
তুরস্কের মধ্যস্ততায় হওয়া শস্য রপ্তানি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার সার রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়। পুতিন বলেছেন, বর্তমানে ইউরোপের বন্দরগুলোতে রাশিয়ার যে ৩ লাখ টনেরও বেশি সার পড়ে আছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে এসব সার মস্কো বিনামূল্যে উন্নয়নশীল বিশ্বে পাঠানোর জন্য প্রস্তুত আছে।
No comments