ঝিনাইদহের কালীগঞ্জে সাপে কেটে কলেজ ছাত্রের মৃত্যু ।
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জের পারিয়াট গ্রামে সাপে কেটে সুব্রত কুমার (২২) নামে এক কলেজ
ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত সুব্রত উপজেলার পারিয়াট গ্রামের স্বপন কুমার
পালের ছেলে এবং যশহর জেলার চৌগাছার এবিসিডি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র
ছিল।
জানাগেছে রাতে ঘুমিয়ে ছিল সুব্রত। ঘুমের মধ্যে ভোরের দিকে বিষাক্ত সাপে তার
মুখের চোয়ালে কামড়দেয়। প্রথমে কবিরাজ দিয়ে চিকিৎসা করাহয় তাতে কাজ না হওয়ায় সকালে পরিবারের লোকজন তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
No comments