ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত অন্তত ১৫ , বাড়ী ভাংচুর ৩

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় দোকানে মোবাইল রাখাকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন এসময় বাড়ী ভাংচুর করা হয় মঙ্গলবার  সকালে উপজেলার চর গোলকনগর গ্রামে ঘটনা ঘটে

এলাকাবাসী জানায়, গতকাল ওই গ্রামের ইউনুস মন্ডলের চায়ের দোকানে মোবাইল রেখে বাড়ি চলে যায় একই গ্রামের ইউসুফ মোল্লা পরে মোবাইল নিতে এলে ইউনুস তা নিজের বলে দাবি করে নিয়ে ওইদিন ইউনুস ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়  এতে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন আহত হয় উভয় পক্ষের অন্তত ১৫ জনআহতরা হলেন রাশেদ, মধু মণ্ডল, কোরবান মণ্ডল, রোকেয়া , শিপন মণ্ডল, শখি, সের আলী ,আজাদ আজিজুল। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইউনুস মণ্ডল, , রাশেদ মণ্ডল, উম্বাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদরে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে

উল্লেখ্য একই ঘটনায়, সোমবার  দুপুরে দুইদল গ্রাম বাসীর সংঘর্ষে আহত হন অন্তত আরো ১০ জন। সেসময়ও টি দোকান ২টি বাড়ি ভাঙচুর করা হয়

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম বলেন, চরগোলপ নগর গ্রামে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত আভিযোগ পেলে মামলা নেওয়া হবে

 

No comments

Powered by Blogger.