ঝিনাইদহের শৈলকুপায় স্কুল ম্যানেজিং কমিটির ভোটে সংঘর্ষ ১০ জন আহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ পৌর কাউন্সিলর সহ অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত ৭ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক জানান, শনিবার সকাল ১০টা থেকে ৪ জন সাধারন ও একজন মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়। প্রাথীদের সমর্থকদের মধ্যে স্কুল ক্যাম্পাসের বাইরে সংঘর্ষ হয়েছে ভোট গ্রহন ব্যাহত হয়নি।
শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম জানান, কেন্দ্রের বাইরে ভোট ক্যানভাস করা নিয়ে প্রার্থীদের সমর্থকদের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
No comments