কলীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আজ মঙ্গলবার (০২ রা আগস্ট ২০২২ ইং) ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ০১টা পর্যন্ত অত্র বিদ্যালয়ে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা বিষয়ে অসংখ্য অসহায়, হতদরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অত্র বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ সোলায়মান হোসাইন স্যারের সুযোগ্য পুত্র ডাঃ মোঃ নাজমুল হাসান (রাজিব)।উক্ত মেডিকেল ক্যাম্পে সার্বিকভাবে
সহযোগিতা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ হারুন-অর-রশিদ ও অন্যান্য শিক্ষক গণ৷।
বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আসা অসংখ্য হতদরিদ্র জনগণ, ডাক্তার সাহেবকে ধন্যবাদসহ এধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
No comments