ঝিনাইদহে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। আজ বিকেলে জেলার ডাবকাংলা ত্রিমোহনী থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত- ঝিনাইদহ সদরের উত্তর নারায়নপুর এলাকার নোয়াব আলীর ছেলে হাবিবুর রহমান (২৬) ।
র্যাব-৬, (সিপিসি-২) ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, গোপন সংবাদের মাধ্যমে
র্যাব জানতে পারে ঝিনাইদহ জেলার সদর থানার ত্রিমোহনী ডাকবাংলা বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ে ডাকবাংলা বাজার এলাকার চুয়াডাঙ্গা টু ঝিনাইদহগামী মহাসড়কের উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হাবিবুরকে গ্রেফতার করে।
তিনি জানান, এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০৪ কেজি গাঁজা, ০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ডসহ উদ্ধার করে।
তিনি আরো জানান, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
No comments