ঝিনাইদহ সদর উপজেলায় সাপের ছোবলে স্কুল ছাত্রের মৃত্যু

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়ীয়া গ্রামে সাপের কামড়ে সূর্ষ আহমেদ (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছেমঙ্গলবার  সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়নিহত সূর্ষ আহমেদ ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যকিম বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল

জানাগেছে,সূর্য আহমেদ বাড়ি থেকে রাতে খাওয়া দাওয়া শেষ করে বাবা আশরাফুলের মুদি দোকানে ঘুমিয়ে ছিল পরে রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর একটি সাপ তার গলায় কামড় দেয়। এর পর ফোনে বিষয়টি পরিবারকে জানালে তারা সূর্ষকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য কবিরাজ পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অস্থায় তার মৃত্যু হয়

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ফালগুনী রানী সাহ জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়

 

 

No comments

Powered by Blogger.