ঝিনাইদহের বিষয়খালীতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে পুকুরে পানিতে ডুবে ইয়াসিন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশু ইয়াসিনের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার বিষয়খালী পশ্চিম পাড়া এলাকার হাসান আলীর পুত্র বলে জানা গেছে।
জানাগেছে প্রতিদিনের ন্যায় শিশু
ইয়ামিন খেলা করছিলো। একপর্যায়ে শিশুটির
মা ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে। বাড়ির আশেপাশের বাড়িতে অনেক খোজাখুজির পর খুঁজে না পেয়ে একপর্যায়ে তাকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
No comments