ঝিনাইদহ ব্যাপারীপাড়ায় মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি-

 ঝিনাইদহ পৌরসভার ব্যাপারিপাড়ায় মায়ের সাথে কথা কাটাকাটির জেরে মামা মারপিটে ভাগ্নে শোলকের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় সে শহরের ব্যাপাড়ীপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গত সোমবার মায়ের সাথে কথাকাটাকাটি হয় ছেলে শোলকের। এরই এক পর্যায়ে চাচাতো মামা লাঠি দিয়ে পিটিয়ে শোলককে গুরুতর আহত করে। সেসময় তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার আরো অবনতি হলে  বৃহস্পতিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায়  সে মারা যায়।

 



No comments

Powered by Blogger.