তুরাগে ভাঙারির দোকানে বিস্ফোরণে মারা গেল ঝিনাইদহের শাহিন
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ
শাহিন
(২৫)
নামে
আরও
একজনের
মৃত্যু
হয়েছে।
এ নিয়ে এই
ঘটনায়
দগ্ধ
আটজনই
মারা
গেলেন।
শুক্রবার দিবাগত রাত ১০টার
দিকে
রাজধানীর শেখ
হাসিনা
জাতীয়
বার্ন
ও
প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা
যান
শাহিন।
তার মৃত্যুর বিষয়
নিশ্চিত করেন
শেখ
হাসিনা
জাতীয়
বার্ন
ও
প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক
চিকিৎসক ডা.
এসএম
আইউব
হোসেন।
তিনি
বলেন,
শহিনের
শরীরের
৫০
শতাংশ
দগ্ধ
হয়েছিল।
মৃত শাহিনের ভাই
আরিফুল
ইসলাম
জানান,
তাদের
বাড়ি
ঝিনাইদহ জেলার
শৈলকূপা থানায়।
বর্তমানে তারা
তুরাগ
কামারপাড়া এলাকায়
থাকেন।
এর
আগে,
গত
শনিবার
(৬
আগস্ট)
বেলা
সাড়ে
১১টার
দিকে
তুরাগের কামারপাড়া রাজাবাড়ি এলাকায়
ভাঙারির দোকান
ও
রিকশার
গ্যারেজে বিস্ফোরণের ঘটনা
ঘটে।
এতে
আট
জন
দগ্ধ
হন।
পরে
তাদের
শেখ
হাসিনা
জাতীয়
বার্ন
ও
প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি
করা।
এর
পর
সেখানে
চিকিৎসাধীন অবস্থায় আট
জনেরই
মৃত্যু
হলো।
No comments