কালীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন॥ ঘাতক স্বামী পালাতক
স্টাফ রিপোর্টার ॥
ঝিনাইদহের কালীগঞ্জে পারুল বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী মতিয়ার রহমান। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামীর মতিয়ার রহমান ঐ গ্রামের মৃত নজের আলীর ছেলে। তাদের ঘরে মিতা (২৩) ও রিতা (১০) নামের দুই কন্যা সন্তান রয়েছে। এরমধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে ও আরেক মেয়ে প্রতিবন্ধি। ঘটনার পরেই ঘাতক স্বামী পালাতক রহেছে।
নিহতের প্রতিবেশি আব্দুল মালেক জানান, প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে সংসারের ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো। পারিবারিক কলহের জের ধরেই গভির রাতে পিটিয়ে ও কুপিয়ে পারুল বেগমকে হত্যা করে তার স্বামী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে গিয়াছিলাম। ভোর রাতের দিকে পারিবারিক কলহের জের ধরে মতিয়ার রহমান তার স্ত্রীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এরপর সে গুরু অসুস্থ্য হয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
No comments