জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

 প্রেস বিজ্ঞপ্তি

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ জেলার  কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল,শ্রমিকদল,সহ বিএনপির সকল অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। 

সাবেক সফল ছাত্রনেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদের সার্বিক তত্ত্বাবধানে জ্বালানি তেলের অস্বাভাবিক মৃল্য বৃদ্ধির প্রতিবাদে অদ্য ০৮.০৮.২২ইং তারিখ বিকাল ৫টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল,সেচ্ছাসেবকদল,ছাত্রদল,শ্রমিকদল,সহ বিএনপির সকল অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল  বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদহ্মিণ করে শহরের লটা স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।  কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, স্থানীয় পৌর কাউন্সিলর  আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য, জুমারত আলী, আফসার আলী, সাদেক হোসেন মাষ্টার, আলতাব হোসেন, কালীগঞ্জ যুবদলের সংগ্রামী সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন।  এছাড়াও অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন,মিলন হোসেন, সোহেল লস্কার, স্বপন, হাবিল,জিয়া, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মিলন হোসেন, ঝিনাইদহ জেলা শ্রমিকদল সহ সাধারন সম্পাদক ফারুক হোসেন ,শ্রমিক নেতা আক্তার হোসেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের হিরু,রাকিব হোসেন ,জেলা ছাত্রদল নেতা শফিক, বাবু, সামিউল,পিয়াশ প্রমূখ।  বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন বিপুল সংখ্যক নেতা কর্মী সহ সাধারণ নেতৃবৃন্দ। এ সময় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় বক্তারা   অবিলম্বে এই অবৈধ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ দাবি করেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।


No comments

Powered by Blogger.