ঝিনাইদহ পলিটেকনিক ইন্সিটিটিউটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ পলিটেকনিক ইন্সিটিটিউটের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। আজ দুপুর ১টায় কলেজের সামনে ৪ দফা দাবিতে তারা এ কর্মসূচী পালন করে।
এ সময় প্রথমে কলেজ ক্যাম্পাস থেকে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল বের করে। পরে কলেজ গেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা বলেন, ৪
বছরের ডিপ্লোমা কোর্সকে ৩ বছর করা যাবে না, কারিগরি শিক্ষাব্যবস্থাকে আরো উন্নত করতে হবে, ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় করতে হবে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্সিটিটিউটের ছাত্র রাশিদুল, তুহিন, আওলাদ, সাগর, আকাশ, মামুন, নাজমুলসহ অন্যান্যরা।
No comments